শিরোনাম

South east bank ad

রাজবাড়ীল পদ্মায় ধরা পড়লো বিলুপ্ত প্রজাতির ঢাই মাছ

 প্রকাশ: ২০ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

খন্দকার রবিউল ইসলাম, (রাজবাড়ী):

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া সিমানার পদ্মা নদীতে জেলে বিকাশ হালদারের জালে ধরা পড়েছে বিলুপ্ত প্রজাতির একটি ৫ কেজি ওজনের ঢাই মাছ।

শনিবার (২০ নভেম্বর) ভোরে দৌলতদিয়ায় ৭ নং ফেরিঘাটে চর-কর্নেশনার হাজিগঞ্জ এলাকায় মাছটি ধরা পড়ে।

জানা গেছে, জেলে বিকাশ হালদার মাছটি বিক্রির জন্য দৌলতদিয়ার ৫ নং ফেরিঘাট এলাকায় নিয়ে আসেন। তখন সেখানকার স্থানীয় মাছ ব্যবসায়ি শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক স¤্রাট শাহজাহান শেখ ২ হাজার ৮০০ টাকা কেজি দরে ১৪ হাজার টাকায় কিনে নেন। এখন তিনি মাছটি বিক্রির জন্য দেশের বিভিন্ন জায়গায় মুঠোফোন যোগাযোগ করছেন।

স্থানীয়রা জানিয়েছেন, পদ্মার ঘোলা পানিতে মূলত ঢাই মাছের আবাস থাকলেও বর্তমানে তা বিলুপ্তপ্রায়। আগের পদ্মার ‘ভরা যৌবনে’ প্রায়ই এই মাছ পাওয়া যেত। বর্তমানে মাঝেমধ্যে এর দেখা পাওয়া যায়।

শাকিল-সোহান মৎস্য দোকানের মাছ ব্যাবসায়ী মো. শাজাহান শেখ বলেন,প্রতিদিনের মতো দৌলতিদিয়া মৎস্য আড়তে মাছ কিনতে যাই। এ সময় বিলুপ্ত প্রজাতির ঢাই মাছ দেখে সর্বোচ্চ দামে মাছটি ক্রয় করেছি। দেশের বিভিন্ন ব্যক্তির সঙ্গে মোবাইলে যোগাযোগ করে মাছটি বিক্রির চেষ্টা করেছি।

রাজবাড়ীর জেলা মৎস্য কর্মকর্তা মো. মশিউর রহমান বলেন, ঢাই মাছ প্রায় বিলুপ্তির পথে। বর্তমানে পদ্মায় মাঝেমধ্যে ঢাই মাছ পাওয়া যাচ্ছে। মাছটি কীভাবে রক্ষা করা যায়, সেটি নিয়ে গবেষণা করা হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: