রাখাইন বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার
সুনান বিন মাহাবুব, (পটুয়াখালী):
পটুয়াখালী কুয়াকাটায় মং সুয়া চিং (৬৫) নামের এক রাখাইন বৃদ্ধার অর্ধ ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন পুলিশ। মৃত্যু মং সুয়া চিং কুয়াকাটা পৌরসভার রানিপারা এলাকার মৃত ক্রোং জাং মাতুব্বরের পুত্র। শুক্রবার সকাল ৮ টায় সৈকতের ঝাউবন এলাকায় গাছের সাথে দড়ি প্যাচানো অবস্থায় তার লাশ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে লাশটি উদ্ধার করেন মহিপুর থানা পুলিশ।
পারিবারিক সূত্রে জানা যায় গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক ৮ টায় স্ত্রীর সাথে ঝগড়া করে ঘর থেকে বেরিয়ে যান মং। আজ শুক্রবার সকালে স্থানীয়রা ঝাউবন সংলগ্ন এলাকায় গাছের সাথে মং এর ঝুলন্ত লাশ দেখে পুলিশ খবর দেন।
মহিপুর থানার অফিসার ইনচার্জ এম এ খায়ের জানান পারিবারিক কলহের জের ধরে এমন ঘটনা ঘটেছে।