স্বতন্ত্রপ্রার্থীর প্রচার কার্যে বাধা, পোষ্টার ছিরেফেলা ভয়ভিতি প্রাননাশের হুমকী’র অভিযোগ
এস.এম রফিকুল ইসলাম রফিক, (নেত্রকোনা):
তৃতীয় ধাপের ২৮ নভেম্বর ইউপি নির্বাচনে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ৬নং কাঁকৈরগড়া ইউনিয়নে ঘোড়া প্রতীকের স্বতন্ত্রপ্রার্থী গোলাম রাব্বি ভূইয়া’র প্রচার কার্যে বাধা পোষ্টার ছিলেফেলা ভয়ভিতি প্রাননাশের হুমকী’র অভিযোগ উঠেছে আ’লীগ মনোনীত প্রার্থী শিব্বির আহাম্মদ বাচ্ছু(নৌকার)বিরুদ্ধে।
এসকল বিষয় উল্লেখ পূর্বক ১৭ নভেম্বর বুধবার রিটার্নিং অফিসার বরাবর লিখিত আবেদন করেছেন ঐ স্বতন্ত্রপ্রার্থী গোলাম রাব্বি ভূইয়া। ক্ৃেষœরচর,কাঁকৈরগড়া ও গোপালপুর ভোট কেন্দ্রগুলো ঝুঁকিপূর্ন চিহ্নিত করে প্রশাসনিক বিশেষ জনর দেয়ার জন্যও আবেদন জানিয়েছেন তিনি। নিজের ভোট নিজেই যেন প্রদান করতে পারেন এমন কঠোর পরিবেশ সুস্টি করারও জোরদাবী জানিয়েছেন তিনি।