South east bank ad

১৬ কেজি ওজনের গাঁজার গাছ উদ্ধার

 প্রকাশ: ১৫ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আব্দুর রহমান, (নেত্রকোনা) :

নেত্রকোনার কেন্দুয়ায় ১৪ ফুট লম্বা ও ১৬ কেজি ওজনের একটি তাজা গাঁজার গাছ উদ্ধার করেছে কেন্দুয়া থানা পুলিশ।

রোববার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার নওপাড়া ইউপির পাচহার কোনাপাড়া গ্রামের ওয়াসিম মিয়া (৩০) বসতবাড়ি থেকে উদ্ধার করা হয় এই গাজার গাছটি।

ওয়াসিম মিয়া পাচহার কোনাপাড়া গ্রামের মৃত এখলাছ মিয়ার ছেলে। সে একজন গাজা ব্যবসায়ী বলে জানায় সুত্র।

কেন্দুয়া থানা ওসি কাজী শাহ নেওয়াজ বলেন, গোপন সংবাদের খবর পেয়ে এসআই তানভীর মেহেদীর নেতৃত্বে একদল ফোর্স পাঠাই ওয়াসিমের বাড়িতে। গাছটি তার বাড়ি বসতঘরে পাশে অন্যান্য সবজি গাছের সাথে রোপন করেছিল। গাছটি প্রায় ১৪ ফুট লম্বা ও ওজন প্রায় ১৬ কেজি। এব্যাপার আইনগত প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: