শিরোনাম

South east bank ad

মার্কেন্টাইল ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর

 প্রকাশ: ০৯ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

পর্যটন খাতের হোটেল, মোটেল, থিম পার্কের কর্মচারীদের বেতন ভাতা পরিশোধের লক্ষ্যে ঋণ দিতে ওয়ার্কিং ক্যাপিটাল বা বিনিয়োগের বিপরীতে পুনঃঅর্থায়ন এর আওতায় বাংলাদেশ ব্যাংকের সাথে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

আজ (০৯ নভেম্বর, ২০২১, মঙ্গলবার) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের ডিপার্টমেন্ট অব অফসাহট সুপারভিশনের কনফারেন্স রুমে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম চৌধুরী ও বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্টে অব অফসাহট সুপারভিশন এর মহাব্যবস্থাপক মোঃ আনোয়ারুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাহট সুপারভিশন এর উপ মহাব্যবস্থাপক মোঃ আমিনুর রহমান চৌধুরী, যুগ্ম পরিচালক মোঃ লুৎফর হায়দার পাশা, উপ পরিচালক মোঃ এস.এম. খালেদ আবদুল্লাহ এবং মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং সিআরএমডি ও এসএফইউ প্রধান শামীম আহমেদ ও এফএভিপি এ.এইচ.এম. দিদারুল আলম উপস্থিত ছিলেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: