উদীচীর প্রতিষ্ঠা বার্ষির্কী পালিত
এইচ কবীর টিটো, (গফরগাঁও) :
নৈ:শব্দ্য ভেঙ্গে জেগে ওঠো দ্রোহে, এই প্রতিপাদ্য নিয়ে পালিত হচ্ছে অসাম্প্রদায়িক চেতনার সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে উদীচী গফরগাঁও শাখার উদ্যোগে আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশুদের চিত্রাঙ্কণ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
শুক্রবার বিকেলে গফরগাঁও সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে উদীচী গফরগাঁও শাখার সভাপতি গোলাম মোহাম্দ ফারুকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রোবেল মাহমুদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য্য রাখেন কেন্দ্রীয় খেলাঘরের প্রেসিডিয়াম সদস্য ফকির এ মতিন,চারু শিল্পী লুৎফুর রহমান আরজু,কেন্দ্রীয় খেলাঘরের সদস্য ও সাংবাদিক আতাউর রহমান মিন্টু, অধ্যাপক কমলেন্দু দাশ,কবি রেজাউল কবীর প্রমুখ। সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করেন উদীচী গফরগাঁও শাখার সদস্যরা।
পরে চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।