শিরোনাম

South east bank ad

তজুমদ্দিনে ইয়াবাসহ আটক-১

 প্রকাশ: ২৮ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এম, নুরুন্নবী, (তজুমদ্দিন) :

ভোলার তজুমদ্দিনে ৫০ পিজ ইয়াবাসহ হাসান নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এসময় থানায় এনে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়েছে কোস্টগার্ডের মাঝী ইউসুফকে। আটককৃত ব্যক্তিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

থানা ও প্রত্তক্ষদর্শী সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলা সদরের শশীগঞ্জ গ্রামের ৫ নং ওয়ার্ডের বজল মাঝী বাড়ীর উত্তর পাশের ইয়াবা ব্যবসায়ী জাফরের বাসায় অভিযান চালায় তজুমদ্দিন থানা পুলিশ। এসময় ভুঁইয়াকান্দি গ্রামের গেদু বেপারিী ছেলে মোঃ হাসান (২৫)কে ৩০ পিজ ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। এসময় শশীগঞ্জ গ্রামের মৃত অজিউল্লাহর ছেলে মোঃ জাফর পালিয়ে যায়। তল্লাশী চালিয়ে পুলিশ আরো ২০ পিজ ইয়াবা উদ্ধার করে। ঘটনাস্থল থেকে শশীগঞ্জ গ্রামের শাহজাহানের ছেলে কোস্টগার্ডের নৌকা চালক ইউসুফ মাঝীকে থানায় নিয়ে আসেন। পরে জিজ্ঞাসাবাদ শেষে রাতে ইউসুফকে ছেড়ে দেয়া হয়। এ ঘটনায় এসআই মামুন অর রশীদ বাদী হয়ে আটককৃত হাসান ও পলাতক জাফরকে আসামী করে মামলা দায়ের করেন। মামলা নং ০৪, তারিখ-২৮-১০-২১ ইং।

স্থানীয়রা জানান, ইয়াবা ব্যবসায়ী জাফরের অর্থ যোগানদাতা কোস্টগার্ডের নৌকা চালক ইউসুফ মাঝী। কিছুদিন পূর্বে ইউসুফ মাঝীর স্ত্রী কোস্টগার্ডের অফিসে ইয়াবা জমা দিয়ে বিচার প্রার্থী হলেও কোন প্রতিকার পাননি।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: