শিরোনাম

South east bank ad

ঝিনাইগাতীতে রবি মৌসুমে বিনামূল্যে শীতকালীন কৃষি প্রণোদনা বিতরণ

 প্রকাশ: ২৮ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শেখ সাঈদ আহম্মেদ সাবাব, (শেরপুর) :

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ বৃহস্পতিবার বেলা ১১টার সময় উপজেলা প্রশাসনের সহযোগিতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে রবি ২১/২২ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক/কৃষাণীদের মাঝে বিনামূল্যে শীতকালীন কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে ।

এ উপলক্ষে কৃষি অফিসের কার্যালয়ে কৃষকদের নিয়ে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফরহাদ হোসেনের সঞ্চালণায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদের সভাপতিত্বে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয় ।

গম,ভুট্রা,পেঁয়াজ,মুগ,মসুর ও সরিষা আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) জয়নাল আবেদীন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবীর, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস,এম, আমিরুজ্জামান লেবু, যুবলীগের সম্পাদক শাহা আলম প্রমুখ ।

এ সময় ইউএনও ফারুক আল মাসুদ বলেন সরকার কৃষকদের জন্যে কাজ করে যাচ্ছেন, আমরা প্রধানমন্ত্রীর হাতিয়ার হিসাবে মাঠ পর্যায়ে তা বাস্তবায়ন করছি । আপনারা এ প্রণোদনা সঠিক ভাবে কাজে লাগিয়ে কৃষি খাতে ভূমিকা রাখবেন ।

উপজেলার ৭টি ইউনিয়নে তিন হাজার কৃষককের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহ এ প্রণোদনা বিতরণ করা হয়েছে ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: