মাদারীপুরে প্রতিবন্ধী দুই শিশুকে হুইল চেয়ার বিতরন
আরাফাত হাসান, (মাদারীপুর) :
মাদারীপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুর রহমান রুবেল খান এর পক্ষ থেকে অসহায় দুই প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার বিতরন করা হয়েছে। শনিবার শহরের ডিসি ব্রিজ সংলগ্ন এই চেয়ার বিতরন করা হয়।
মাদারীপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষক পরিষদের সভাপতি মোঃ আঃ রহমান বাচ্চু, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ খান, দপ্তর সম্পাদক আবু সাঈদ রাজু, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রাব্বি, সহ-সম্পাদক হামিদা আক্তার রুনা, মোঃ নয়ন খান, মোঃ আবুল হোসেন, মোঃ রুবেল হাওলাদারসহ অন্যান্যরা।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল খান বলেন, সকল ধর্মের ভেদাভেদ ভুলে আসুন আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই। হয়তো আমাদের একটু সহযোগীতায় বেঁচে যাবে একটি পরিবার। ভবিষ্যৎতে আমাদের এই কার্যক্রম চলবে।