দুর্গাপূজায় মাটির পুতুল তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা
প্রদীপ মোহন্ত, (বগুড়া) :
বাঙালী সনাতন হিন্দু ধর্মের বড় উৎসব দুর্গাপুজার মন্ডপে দুর্গা প্রতিমা তৈরি ও তাতে রঙের তুলির আঁচড় দিতে ব্যস্ত সময় পার করছে মৃৎশিল্পীরা।
পূজার মেলা ঘিরে মন্ডপে নানা মাটির পুতুল তৈজসপত্র বিক্রির জন্য প্রস্তুতি নিচ্ছে পাল পাড়ার মৃৎশিল্পীরা। বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়নে পাল পড়ায় দারুন ব্যস্ত মৃৎ শিল্পীরা। বছরের একবার দুর্গা পুজাকে ঘিরে জেলার বিভিন্ন স্থান বসে সপ্তাহ ব্যাপী মেলা।
শাখারিয়ার পালপাড়ার মৃৎশিল্পী নরেন চন্দ্র পাল জানালেন এখন মাটির তৈরি পুতুল ও খেলনা কদর হারিয়ে গেছে। প্লাস্টিকের খেলনার কাছে হারিয়ে যাচ্ছে তাদের মাটির তৈরি খেলনা ও পুতুল।
নরেন পাল আরো জানান, পালপাড়ার পালেরা এখন কোন রকমে মাটির দই বানানোর সরা,পাতিল, ফুলের টব তৈরি করে দিন জীবিকা নির্বাহ করছে। দুর্গা পূজা ও কালীপূজাতে তারা মাটির পুতুল ও খেলনা তৈরি করে যে আয় করে তা দিয়ে বছরের ৬মাস ডাল-ভাত খেয়ে জীবন পার করে দেয়।
নরন্দ্রে চন্দ্র, তার বাবা লংকেশ্বর শত বছর ধরে এই মাটির তৈরি নানা সামগ্রী তৈরি করে আসছে। তার বাবা ৬০ বছর এবং নরেন্দ্র চন্দ্র পাল ৪০ বছর ধরে, তার স্ত্রী নিভারানীকে সঙ্গে নিয়ে বছরে এই দুর্গোৎসবে মাটির তৈরি পুতুল ও খেলনা তৈরি করে সেগুলোকে রোদে শুকিয়ে ভাটায় পুড়িয়ে রঙ করার উপযোগী করে তোলেন।
নিভা রানী জানালেন এখন তাদের দম ফেলার সময় নেই। পুজার আগেই বসবে মেলা। মেলায় মাটির তৈরি পুতুল, খেলনা পসারা সাজিয়ে বসতে হবে। প্রতি পিস খেলনা তাদের ২ টাকা করে লাভ থাকে। তারা পাইকারী বিক্রি করে না। খুচরায় মাটির পণ্য বিক্রি করে থাকে। তবে যতই দিন গড়াচ্ছে ততোই তারা আধুনিক প্রযুক্তির প্লাস্টিকের তৈরি সামগ্রীর কাছে হার মানতে হচ্ছে।