শিরোনাম

South east bank ad

লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে ‘হনুমান’ দেখতে উৎসুক জনতার ভিড়

 প্রকাশ: ০৭ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

প্রদীপ মোহন্ত, (বগুড়া) :

বগুড়ার আদমদীঘিতে লোকালয়ে দলছুট একটি মুখপোড়া (কালো মুখো) হনুমান মানুষের মাঝে ঘুরে বেড়াচ্ছে। হনুমানটি দেখার জন্য কৌতূহলী মানুষ ভিড় করছেন।

বৃহস্পতিবার সকালে উপজেলার সান্তাহার পৌরশহরের তিয়রপাড়া মোড়ে হনুমানটিকে দেখা যায়। এসময় সাইলো সড়ক সংলগ্ন তিয়রপাড়া তিনমাথা মোড়ে একটি কনফেকশনারী দোকানের বারান্দায় আয়েশি ভঙ্গিতে বসে থাকা হনুমানটিকে দেখতে উৎসুক জনতা ভিড় জমায়। বিশেষ করে শিশুরা হনুমানটিকে দেখে দারুন আনন্দ উপভোগ করে।

স্থানীয় জুয়েল হোসেন, রবিন ও হীরাসহ বেশ কয়েকজন জানান, বৃহস্পতিবার সকালে নওগাঁ থেকে হনুমানটি লাফিয়ে একটি ভ্যানে উঠে পড়ে। সেই ভ্যানে সান্তাহার এসে নামে। এরপর রেলগেটে একটি ফলের দোকান থেকে দুটি আঙ্গুর ও আপেল তুলে নেয়। এ সময় রেলগেটে ফল কিনতে আসা বেশ কয়েকজন ক্রেতা হনুমানটির কাছে এগিয়ে গিয়ে কিছু ফল দিতে চায়। বেশ কিছু মানুষের উপস্থিতি দেখে হনুমানটি ওই স্থান ত্যাগ করে অন্যত্র চলে যায়। পরে পৌর শহরের তিয়রপাড়া মোড়ে হনুমানটিকে দেখা যায়। হনুমানটি ঘোরাফেরা করলেও কারও কোন ক্ষতি করছে না। লম্বা লেজবিশিষ্ট এ হনুমানটি কীভাবে এবং কোথা থেকে এ এলাকায় এসেছে, তা কেউ বলতে পারছেন না। হনুমানটিকে খাওয়ানোর জন্য ভালোবেসে কেউ কেউ কলা, বিস্কুট, পাউরুটি দিচ্ছেন।

উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. কামরুন্নাহার বলেন, কোনো প্রাণী অসুস্থ হয়ে পড়লে তাদের চিকিৎসা দেওয়ার দায়িত্ব আমাদের। তবে উপজেলায় কোনো প্রাণী সংরক্ষণ করার ব্যবস্থা নেই। ফলে এ বিষয়ে আমাদের কিছুই করার নেই।

আদমদীঘি-দুপচাঁচিয়া উপজেলা বনবিভাগ কর্মকর্তা এটিএম আখতারুজ্জামান মুঠোফোনে জানান, খবর পেয়ে ওই উপজেলায় আমাদের দায়িত্বরত কর্মকর্তা সামছুল আমলকে বিষয়টি দেখার জন্য বলা হয়েছে। তাছাড়া রাজশাহী বণ্যপ্রাণী সংরক্ষণ বিভাগে বিষয়টি জানানো হয়েছে। তারা এ প্রাণীটিকে সংরক্ষণের জন্য প্রদক্ষেপ নিবেন।

তিনি আরো জানান, মুখপোড়া হনুমান বৃক্ষচারী শান্তি প্রিয় প্রাণী। চলাফেরা, ঘুম, খাবার সংগ্রহ, খেলাধুলা ও বিশ্রামসহ সব কিছু এরা গাছে সম্পন্ন করে। মূলত গাছের পাতা খেয়ে জীবনধারণ করে। এ প্রাণী নিজে নিজে আসে, আবার নিজে নিজে চলে যায়। তবে এ প্রাণীকে কেউ যেন অত্যাচার না করে, সে বিষয়ে এলাকার মানুষকে সচেতন হতে হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: