শিরোনাম

South east bank ad

সেচ প্রকল্প পরিদর্শনে পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক

 প্রকাশ: ০৭ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

ফরিদুল ইসলাম রঞ্জু, (ঠাকুরগাঁও) :

ঠাকুরগাঁও সদর উপজেলার টাঙ্গান ব্যারেজ সেচ প্রকল্প পরিদর্শন করলেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক।

বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের টাঙ্গন ব্যারেজ সেচ প্রকল্প ও পানি নিয়ন্ত্রণ কাঠামো সেচ প্রকল্প সরজমিনে পরিদর্শন করেন মহাপরিচালক প্রকৌশলী ফজলুর রশিদ।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পশ্চিম রিজিয়ন) একেএম সামছুল আলম, পানি উন্নয়ন বোর্ডের উত্তরাঞ্চলের প্রধান প্রকৌশলী জ্যোতি প্রশাদ ঘোষ, ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম, ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকার, ঠাকুরগাঁও জেলা পরিষদের সদস্য ও রাজাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্র নাথ ঝাঁ, টাঙ্গন ব্যারেজ সেচ প্রকল্পের সভাপতি নুরুল ইসলাম প্রমুখ।

পানি নিয়ন্ত্রণ কাঠামো সেচ প্রকল্প পরিদর্শনে এসে পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ফজলুর রশিদ একটি গাছের চারা রোপণ করেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: