কৃষি ব্যাংক : কুমিল্লা বিভাগের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত
সম্প্রতি কুমিল্লা বিভাগের দিনব্যাপী শাখা ব্যবস্থাপক সম্মেলন ও ব্যবসায়িক পর্যালোচনা সভার আয়োজন করে বাংলাদেশ কৃষি ব্যাংক।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের এমডি শিরীন আখতার। কুমিল্লা বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) রেজ্জাকুল হায়দর চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের মহাব্যবস্থাপক (জিএম-প্রশাসন) মো. আজিজুল বারী।
এতে আরও উপস্থিত মুখ্য আঞ্চলিক/আঞ্চলিক ব্যবস্থাপক, বিভাগীয়/আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এমডি বলেন, কৃষিপ্রধান বাংলাদেশের সব কৃষি পরিবারকে (কৃষি ব্যাংকের আওতাধীন) স্বল্প সুদে ঋণের আওতায় এনে এসডিজি বাস্তবায়নে বাংলাদেশ কৃষি ব্যাংকের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।