শিরোনাম

South east bank ad

সারিয়াকান্দিতে ভোটকেন্দ্র স্থানান্তরের দাবি

 প্রকাশ: ০৫ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

প্রদীপ মোহন্ত, (বগুড়া) :

বগুড়ার সারিয়াকান্দির ফুলবাড়ী ইউনিয়নের এক ভোটকেন্দ্র স্থানান্তরের দাবি জানিয়েছেন এলাকাবাসী। গত রোববার উপজেলা নির্বাচন কর্মকর্তারা কাছে এ বিষয়ে লিখিত আবেদন দেয়া হয়। এই ভোটকেন্দ্রটি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কাটাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থিত। এলাকাবাসীর দাবি, কেন্দ্রটির স্থান খুব কম। কিন্তু তার তুলনায় ওয়ার্ডের বাসিন্দাদের সংখ্যা অনেক বেশি। এ জন্য কেন্দ্রটি বিভক্ত করে স্থানান্তর করলে বয়স্ক ভোটারদের সুবিধা হবে।

স্থানীয়দের কাছে থেকে জানা গেছে, কাটাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রায় ৩ হাজার ৫২৪ পুরুষ-নারী ভোটার রয়েছেন। কিন্তু বিদ্যালয়টিতে মাত্র ৩টি কক্ষ রয়েছে। স্থান সংকুলান না হওয়ায় এ এলাকার নারী ও বয়স্ক ভোটাররা ভোটকেন্দ্রে খুব কম আসেন। আবার অনেক ভোটার কেন্দ্রটিতে ভোটাধিকার প্রয়োগ করতে না পেরে বাড়িতে ফিরে যান।

সরকারি বিধি মোতাবেক, ইউনিয়নের ৩ হাজারের উপরে ভোটকেন্দ্রগুলি দুই ভাগে বিভক্ত করা হয়েছে। ৫ নম্বর ওয়ার্ডের ভোট কেন্দ্রটিতে ৩ হাজার ৫২৪ জন ভোটার। এ হিসাবে এই কেন্দ্রটি বিভক্ত করে পার্শ্ববর্তী চৌকিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপনের দাবি করে এলাকাবাসী।

চৌকিবাড়ী গ্রামের শাফিকুল ইসলাম, ও লেবু মিয়া জানান, যে সব কেন্দ্রে ৩ হাজার ভোটার সংখ্যা রয়েছে সেগুলো বিভক্ত করা হয়েছে। কিন্তু আমাদের কেন্দ্রটি করা হয়নি। অথচ, আমাদের বাড়ি থেকে কেন্দ্রটি দুই কিলোমিটার দূরে। আবার কেন্দ্রটিতে ভোট দিতে আসা নারী ও বয়স্কদের নানা রকমের সমস্যায় পড়তে হয়।
একই গ্রামের হারুনুর রশিদ বলেন, কেন্দ্র স্থানান্তরে আমাদের যৌক্তিক দাবি থাকা সত্বেও চৌকিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপন করা হচ্ছে না তা আমাদের কাছে বোধগম্য নয়। আশা করছি নির্বাচন কার্যালয়ের কর্মকর্তারা এবার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার সাখাওয়াৎ হোসেন বলেন, অভিযোগটি খতিয়ে দেখার পর ব্যবস্থা নেওয়া হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: