জমি সংক্রান্ত বিরোধে নিরাপত্তাহীনতায় মুক্তিযোদ্ধা পরিবার
মশিউর রহমান কাউসার, (গৌরীপুর) :
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার চুড়ালী গ্রামে প্রতিপক্ষ বাবুল মিয়া (৫২) গংদের হুমকীর মুখে নিরাপত্তাহীনতায় ভুগছেন বীর মুক্তিযোদ্ধা মৃত আব্দুর রশিদের পরিবার। এ ঘটনায় প্রতিকার চেয়ে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার বরাবরে লিখিত অভিযোগ করেছেন ওই বীর মুক্তিযোদ্ধার স্ত্রী বৃদ্ধা মোছাঃ রাবেয়া খাতুন।
রাবেয়া খাতুনের প্রতিবন্ধী ছেলে সিরাজুল ইসলাম জানান, তার চাচা বাবুল মিয়া গং তাদের পৈত্রিক সম্পত্তি দীর্ঘদিন জোরপূর্বক দখল করে রেখেছে। তার বাবার মৃত্যুর পর চাচা বাবুল মিয়ার কাছে অতি সম্প্রতি পৈত্রিক সম্পত্তির ন্যায্য হিস্যা চান তিনি। এতে বাবুল মিয়া জমির হিস্যা বুঝিয়ে না দিয়ে উল্টো ক্ষুব্দ হয়ে মুক্তিযোদ্ধা পরিবারকে উৎখাত ও প্রাণ নাশের হুমকী দেন। এ বিরোধের জের ধরে ২৬ সেপ্টেম্বর জোরপূর্বক ৪ শতক জমির বাঁশঝাড় কেটে নিয়ে সেই জমি দখলের পাঁয়তারা চালাচ্ছেন বাবুল মিয়া। এর আগে বাবুল মিয়া গংরা তাদের মোট ২৩ শতক জমি জোরপূর্বক দখল নেয়। বর্তমানে বাবুল মিয়ার অব্যাহত হুমকীর মুখে নিরাপত্তাহীনতা ভুগছেন তারা।
এ বিষয়ে জানতে চাইলে বাবুল মিয়া হুমকী প্রদান ও জমি দখলের অভিযোগ অস্বীকার করেন।