শিরোনাম

South east bank ad

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

 প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

জাহিদ হাসান হৃদয়, (আনোয়ারা) :

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরি করায় ৩ প্রতিষ্ঠানকে ৬৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৯ সেপ্টেম্বর) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী'র নেতৃত্বে বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত অভিযান পরিচালনা করে উপজেলার ৬নং বারাখাইন ইউনিয়নের দক্ষিণ শোলকাটা গ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে দুধের ছানা তৈরি করায় ১০ হাজার টাকা, উপজেলার ৮নং চাতরী ইউনিয়নের চৌমহনী বাজারে সুইট কিং কে ৩২ হাজার এবং রুমি মিষ্টি মহলকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও বিএসটিআই এর ওজন পরিমাপক দিয়ে চাতরী বাজারের বিভিন্ন স্বর্ণের দোকান, মাংসের দোকান ও ফলের দোকানের ওজন যন্ত্রে কোন কারচুপি আছে কিনা যাচাই করা হয়।

এসময় অভিযানে সহযোগিতা করেন বিএসটিআই এর পরিদর্শক মুকুল মৃধা ও আনোয়ারা থানা পুলিশের টিম।

অভিযানের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী বলেন,অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরি করায় তিন প্রতিষ্ঠানকে মোট ৬৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই ধরণের অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: