ফুলবাড়িয়া মন্দির প্রতিনিধিদের সাথে ওসি’র মত বিনিময়
মো: আব্দুস ছাত্তার, (ফুলবাড়িয়া) :
আসন্ন দূর্গাপূজাকে সামনে রেখে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সকল দূর্গা মন্দির কমিটির সভাপতি, সেক্রেটারি ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মত বিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যার পর ফুলবাড়িয়া থানা হলরুমে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। থানা অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা জাকির হোসেন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদ সভাপতি শ্যামল রতন দে, ফুলবাড়ীয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক সুজন রতন দে, হিন্দু সম্প্রদায়ের অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন থানার সেকেন্ড অফিসার এসআই জ্যোতিশ চন্দ্র দেব।