আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে আলোচনা
আরাফাত হাসান, (মাদারীপুর) :
"তথ্যের অধিকার, সুশাসনের অঙ্গীকার; তথ্যই শক্তি, তথ্যই মুক্তি" এই স্লোগানে মাদারীপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২১ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ই সেপ্টেম্বর) বিকালে মাদারীপুর নতুন শহরের পৌর ঈদগাহ মাঠ সংলগ্ন এম.এম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরিতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সুজন- সুশাসনের জন্য নাগরিক মাদারীপুর শাখার উদ্যোগে আলোচনা সভায় উপস্থিত ছিলেন মাদারীপুরের তথ্য অফিসার রিয়াদুল ইসলাম, মাদারীপুর প্রেসক্লাবের সভাপতি শাজাহান খান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর, সুজনের সভাপতি রাজন মাহমুদ, মানবাধিকার কর্মী ইব্রাহিম মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, তথ্য অধিকার আইন সকলের জন্য। প্রতিটি মানুষের তথ্য জানার অধিকার আছে। প্রতিটি জনগন কর্তৃপক্ষ নিকট থেকে তথ্য লাভের অধিকার রাখে। আমরা চাই প্রতিটি মানুষ তথ্য অধিকারের আইনের সুফল ভোগ করুক।