শিরোনাম

South east bank ad

আটোয়ারীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে আলোচনা সভা

 প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মোঃ মাসুদ রানা, (আটোয়ারী) :

“তথ্য আমার অধিকার, জানা আছে কি সবার” প্রতিপাদ্য বিষয় নিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২১ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান।

উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ শহিদুল ইসলামের সঞ্চালনায় এবারের তথ্য অধিকার দিবসের প্রতিপাদ্য বিষয় ও স্লোগানের উপর গুরুত্বারোপ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, উপজেলা কৃষি অফিসার মোছাঃ নুরজাহান খাতুন, উপজেলা সমবায় অফিসার রোকেয়া খাতুন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ ছাইফুল আলম, উপজেলা জনস্বাস্থ্য অফিসার হৃষিকেশ রায় প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে তথ্য অধিকারের নিয়মাবলী বিস্তারিত আলোচনা করেন। আলোচনা সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: