বাগেরহাটে বিশ্ব পর্যটন দিবস পালিত
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকালে বাগেরহাট স্বাধীনতা উদ্যান থেকে একটি রোড শো শুরু হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ সংলগ্ন ঘোড়া দিঘির পাড়ে গিয়ে এই রোড শো শেষ হয়। পরে ঘোড়া দিঘির পাড়ে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মীর ফজলে সাইদ ডাবলু, বাগেরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু, আজমল হোসেন প্রমুখ। আলোচনাসভা ও রোড শো-তে বাগেরহাটের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, সংস্কৃতিকর্মী ও পযটন সংশ্লিষ্টরা অংশগ্রহন করেন।
আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পিদের কন্ঠে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।