শিরোনাম

South east bank ad

নিখোঁজ তাবলীগ জামাতের সাথী হামেদ আলীর নামাজে জানাজা সম্পন্ন

 প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো: আব্দুস ছাত্তার, (ফুলবাড়িয়া) :

ঢাকা সদরঘাট থেকে পিরোজপুর যাওয়ার পথে ঝালকাঠি পদ্মা নদীতে পড়ে নিখোঁজ হওয়া তাবলীগ জামাতের সাথী মো. হামেদ আলীর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ৯টায় নিজ বাড়ী ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌর সভার ৫নং ওয়ার্ডের পাঁচকুশমাইল ঈদগাহ মাঠে জানাজা শেষে পাঁচকুশমাইল কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয় মরহুমকে।

তাবলীগ জামাতের সাথী ও ফুলবাড়িয়া পৌরসভার কাজী গোলাম কবির জানান, ফুলবাড়িয়া পৌরসভার ৫নং ওয়ার্ড (চান্দের বাজার) মহল্লার হামেদ আলী (৬৫) এক চিল্লায় যাওয়ার নিয়্যতে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকায় গিয়েছিলেন। শুক্রবার ঢাকা থেকে তাদের কে পিরোজপুরে একটি মসজিদে পাঠানো হয়। এর অংশ হিসাবে সদরঘাটে পিরোজপুরগামী একটি লঞ্চের ভিতরে জায়গা না পেয়ে ৩য় তলার ছাদে উঠেন তারা। পিরোজপুর গিয়ে ফজরের নামাজের সময় হয়ে যাওয়ায় আমীরের ডাকে নিচে নামতে গিয়ে হামেদ আলী সিঁড়ি দিয়ে না নেমে রেলিং দিয়ে নামার সময় পা পিছলে নদীতে পড়ে যান। জামাতের সদস্যরা বিষয়টি তাদের মুরব্বী, স্থানীয় ডুবুরি দল, আইনশৃঙ্খলা বাহিনী ও অন্যদের অবহিত করেন। শনিবার এ বিষয়ে (ঝালকাঠি থানায়) জিডি হয়। ঐদিনই বিকাল ৫টায় ৬কিলোমিটার উজানে জেলেদের জালে উঠে আসে হামেদ আলীর লাশ। বরিশালে ফ্রিজিং করা হয় মরহুমকে।

শনিবার সন্ধ্যা ৬টায় ঝালকাঠিতে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তাবলীগের একজন সাথী দিয়ে ফ্রিজিং গাড়িতে লাশ পৌঁছে দেওয়া হয় গ্রামের বাড়ী ফুলবাড়িয়ায়। রবিবার ভোর ৬টায় লাশ পৌঁছে মো. হামেদ আলীর। সকাল ৯.৩০মিনিটে পাঁচ কুশমাইল ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় দ্বিতীয় নামাজে জানাজা। এরপর দাফন করা হয় পাঁচকুশমাইল কেন্দ্রীয় গোরস্থানে। জানাজায় অংশ নেন তাবলীগ জামাতের জিম্মাদার সাথীগণসহ, স্থানীয় বিভিন্ন পর্যায়ের সম্মানিত ব্যক্তিবর্গ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: