South east bank ad

তাবলিগ জামাতের মুসুল্লিদের অচেতন করে মালামাল লুট

 প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

সুনান বিন মাহাবুব, (পটুয়াখালী) :

পটুয়াখালীতে তাবলিগ জামাতের সদস্যদের খাবারের সাথে চেতনানাশক ওষুধ খাইয়ে মোবাইল ও টাকা লুট করেছে দূর্বৃত্তরা। শনিবার(২৫ সেপ্টম্বর) সকালে শহরের কলাতলা এলাকার বটতলা জামে মসজিদে এঘটনা ঘটেছে।

তাবলিগের সদস্য রাসেল জানান, বৃহস্পতিবার নারায়নগঞ্জ, ঢাকা, টাঙ্গাইলের বিভিন্ন এলাকার ১৫ জন মুসুল্লি তিন চিল্লার জন্য পটুয়াখালী আসেন। গত শুক্রবার তারা মারকাজ মসজিদ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শহরের কলাতলা এলাকার বটতলা জামে মসজিদে ১৫ জন সদস্য নিয়ে ওঠেন। এরপর তাদের ধর্মীয় রীতি অনুযাযী কাজ করে। পরে রাতের খাবার শেষ করে যার যার মতো ঘুমিয়ে পরে।

শনিবার(২৫ সেপ্টেম্বর) ফজরের সময় তাবলিগের ২ সদস্য উঠলেও বাকি ১৩ সদস্য ঘুম থেকে উঠতে পারেনি। বিষয়টি স্থানীয় মারকাজ মসজিদে জানান তারা। পরে অচেতন অবস্থায় ১৩জনকে উদ্বার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সদস্যদের মধ্যে কয়েকজন সুস্থ হলেও ৩ জনের অবস্থা আশংকাজনক।

এদের মধ্যে কয়েকজনের মোবাইল ও নগদ টাকা লুট করা হয়েছে বলে প্রাথমিকভাবে তারা জানিয়েছে। তবে এব্যাপারে তাবলিগ জামাতের পটুয়াখালীর দায়িত্বরত আমীর অচেতন অবস্থায় থাকায় কোন তথ্য দিতে পারেনি। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত ডা. মো. মাহমুদ বলেন, অচেতন ১৩জনকে প্রাথমিক চিকিৎস প্রদান করে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

বটতলা মসজিদের ইমাম কলিমুল্লাহ বলেন, তিনি ফজর নামাজের পূর্বে মসজিদের মোয়াজ্জেম আবদুস সোবাহানের ফোন পেয়ে মসজিদে এসে দেখতে পাচ্ছিলেন সদস্যরা সবাই ঘুমাচ্ছে। অনেক ডাকার পরেও সদস্যরা কেউ ঘুম থেকে না উঠলে মারকাজ মসজিদের ইমামকে জানায় বিষয়টি।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনর্চাজ (ওসি) আখতার মোরশেদ বলেন, ঘটনা শোনার সাথে সাথে পুলিশ পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: