আন্তর্জাতিক ইশারা ভাষা দিবসে মাদারীপুরে মানববন্ধন
আরাফাত হাসান, (মাদারীপুর) :
২৩ সেপ্টেম্বর আন্তর্জাতিক ইশারা ভাষা দিবস এবং ২০ থেকে ২৬ সেপ্টেম্বর ‘আন্তর্জাতিক বধির সপ্তাহ’। বিশ্বের সব দেশের মত বাংলাদেশেও কেন্দ্রীয় ও দেশব্যাপী একযোগে উদযাপিত হচ্ছে দিবসটি।
এবারের প্রতিপাদ্য বিষয় "আমরা মানবাধিকার রক্ষার্থে ইশারা ভাষা ব্যবহার করি" "সমৃদ্ধশীল বধির জনগোষ্ঠীর উদযাপন"। দিবসটি উপলক্ষে মাদারীপুরে র্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয় বধির সংস্থার সহযোগিতায় বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় নতুন শহর এলাকায় মৈত্রী মিডিয়া কার্যালয়ের সামনে এ কর্মসূচীর আয়োজন করে মাদারীপুর জেলা বাক-শ্রবন প্রতিবন্ধী কল্যাণ সংস্থা।
পরে সংগঠনটির কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা বাক-শ্রবন প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মোঃ লিটন হাওলাদার। এসময় সংগঠনটির অন্যান্য নেতবৃৃন্দসহ শতাধিক নারী ও পুরুষ বধির এতে অংশ নেয়।