বিকেবির এমডি হিসেবে যোগ দিলেন শিরীন আখতার
বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পেয়ে সম্প্রতি যোগ দিয়েছেন শিরীন আখতার।
গত ৩১ জুলাই থেকে শিরীন আখতার ব্যবস্থাপনা পরিচালকের চলতি দায়িত্বে কর্মরত ছিলেন। ১৯৮৮ সালে বিআরসির মাধ্যমে তিনি অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগ দেন। ২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর থেকে ডিএমডি হিসেবে বাংলাদেশ কৃষি ব্যাংকে দায়িত্ব পালন করেন।