ত্রিশালে ছেলের হাতে পিতা খুন
আব্দুল্লাহ আল ফাহাদ, (ত্রিশাল) :
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ত্রিশালে ছেলের ধারালো দায়ের কুপে পিতা খুন হওয়ার ঘটনা ঘটেছে।
জানা যায়, ৮ সেপ্টেম্বর (বুধবার ) রাতে উপজেলার মোক্ষপুর ইউনিয়নের সাতাইডিঙ্গি গ্রামের এই নিশংস হত্যাকাণ্ড ঘটে। নিহত ব্যক্তির নাম আলী হোসেন (৪০) । অনার্সে পড়ুয়া আরিফ হোসেনের দায়ের কুপে তার পিতা ঘটনাস্থলেই নিহত হওয়ার ঘটনায় এলাকায় শোকের মাতম বিরাজ করছে।
এলাকাবাসী ও ত্রিশাল থানা সূত্রে জানা যায়, প্রায় প্রতিদিনই কারনে – অকারনে আরিফ হোসেনের জন্মদাতা পিতা আলী হোসেন তার মাকে নির্যাতন করতো । এক পর্যায়ে ছেলে অতিষ্ঠ হয়ে রাগের বশবর্তী হয়ে তার পিতাকে দা দিয়ে কুপ দেয়। এতে ঘটনাস্থলেই পিতা আলী হোসেনের মৃত্যু হয়।
ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। ঘটনার পর থেকেই আরিফ পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে অভিযান চলছে।