শিরোনাম

South east bank ad

বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে বিএনপি ও জামায়াতের লোক ঢুকে পড়েছে : নওফেল

 প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

দেশের মধ্যে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে সরকারের সরাসরি নিয়ন্ত্রণ না থাকায় বিএনপি জামায়াত মানসিকতার প্রচুর লোক ঢুকে পড়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
গতকাল ৮ সেপ্টেম্বর বুধবার বিকেলে বিটিসিএল চট্টগ্রামের সম্মেলনের এক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। নগরীর নন্দনকান এলাকায় বিটিসিএল কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিটিসিএল শ্রমিক কর্মচারী ফেডারেল ইউনিয়ন এ সম্মেলনের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব মোজাম্মেল হক, কেন্দ্রীয় সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক আবদুল আহাদ, স্থানীয় কাউন্সিলর জহুল লাল হাজারী, সেলিম উল্লাহ বাচ্চু, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সালা উদ্দীন। চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের সদস্য সচিব আবুল হোসেন আবু, নবনির্বাচিত সভাপতি সাবের আহমেদও বক্তব্য দেন।

শিক্ষা উপমন্ত্রী নওফেল বলেন, ‘বিটিসিএলসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে লোক নিয়োগ প্রক্রিয়াতে মন্ত্রী বা সরকারের সচিব পর্যন্ত দেখার সম্ভব হয় না। তাই ভিন্ন মানসিকতার লোকজন নানা ভাবে ডুকে যায়। তাই এসব প্রতিষ্ঠানে বিএনপি-জামায়াত মানসিকতার প্রচুর লোক আছে। তারা চাইবে আমাদের সংগঠন দুর্বল হোক। দেশের গুরুত্বপূর্ণ নেটওয়ার্ক বিটিসিএলসহ নানা ক্ষেত্রে নিয়ন্ত্রণ রাখা তাদের চিন্তা। অপরাজনীতির শক্তি আমাদের কীভাবে ফেল করাবে, সেটাই তাদের পক্ষ থেকে চেষ্টা আছে। তাদের দোসর কে তা চিহ্নিত এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা অবশ্যউ নিতে হবে। সরকারের চেয়ে বড় শক্তি আর নেই। এরা আমাদের সংগঠনকে দুর্বল করে কার স্বার্থ সিদ্ধি করতে চায়?’

বিটিসিএলসহ বিভিন্ন প্রতিষ্ঠানে শ্রমিকরা বেশি কাজ করে, তাদের অবদান সবচেয়ে বেশি উল্লেখ করে মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘কর্মকর্তাসহ অন্যরা শুধু নথি আদান প্রদান করেন। কর্মকর্তারা পলিসি বানান। সে পলিসিগুলো জনবান্ধব না হলে বা সে পলিসিগুলো লাভজনক করার ক্ষেত্রে আরও বেশি কাস্টমার সার্ভিস সঠিক না হলে দোষ শ্রমিকদের। আঙুল ওঠে শ্রমজীবী মানুষের দিকে। পলিসি নেওয়ার সক্ষমতা শ্রমিকদের নেই। কর্মকর্তারা তাদের মতো করে পলিসি নেন। তিনি বলেন, কর্মকর্তাদের কী অভিজ্ঞতা, যোগ্যতা আছে তা নিয়ে আলোচনা করা যেতে পারে। প্রতিষ্ঠানের স্বার্থে কী করছে, তা নিয়েও আলোচনা করা দরকার।’

ওয়ান-ইলেভেনের সময় বিটিসিএলে প্রচুর দুর্নীতিবাজ ব্যক্তি ও কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে স্মরণ করিয়ে দিয়ে নওফেল বলেন, ‘সরকার সে বিষয়ে সজাগ আছে।’

রাজনৈতিক প্রশ্নে বেআইনি কাজ সরকারি প্রতিষ্ঠানে করলে ব্যবস্থা নেওয়া দরকার বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: