শিরোনাম

South east bank ad

শ্রীবরদীতে অবৈধ গুড় কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান

 প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শেখ সাঈদ আহাম্মেদ সাবাব, (শেরপুর) :

শেরপুরের শ্রীবরদী উপজেলার ৯নং কুড়িকাহনিয়া ইউনিয়নের কুরুয়া বাজারের উত্তর পাড়া এলাকায় আজিজুর রহমান আঙ্গুরের মুক্তা ষ্টোরে অবৈধ গুড় কারখানায় সে দীর্ঘ দিন যাবত অবৈধ ভাবে ক্ষতিকর ক্যামিক্যাল মিশিয়ে গুড় ও তালদানা তৈরি করে জেলার বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে বলে জানা যায়।

বুধবার দুপুরে শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তারের নেতৃত্বে ঐ কারখানায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে কারখানায় তৈরিকৃত অবৈধ গুড় যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেমিক্যাল সোডিয়াম দিয়ে তৈরি। ক্যামিকেলসহ বিপুল পরিমান গুড় গুলো জব্দ করা হয়।

কারখানার মালিক ও কর্মচারীসহ প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পিছন বেড়া ভেঙ্গে দৌড়ে পালিয়ে যায়। পরে জব্দকৃত গুড়গুলো কারখানার পাশের পঁচা ডোবায় ফেলে ধ্বংশ করা হয়। আর ১৫ বস্তা চিনি জব্দ করে স্থানীয় প্যানেল চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আতাউর রহমান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক, রুবেল আহমেদ, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর মাসুদুর রমহান মাসুদ, এসআই রুকন উদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার জানান, আমরা খবর পাই যে, কুরুয়া বাজারে ভেজাল গুর তৈরী করা হচ্ছে। তাই আমরা এখানে অভিযান চালাই। মালিক কর্মচারী কাউকে পাওয়া যায়নি। তাই আমরা কারখানাটি স্থায়ী ভাবে বন্ধ করে দিয়ে গেলাম। পরবর্তীতে দায়দের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: