South east bank ad

বরগুনায় এ্যাম্বুলেন্সে ইয়াবা বহনে আটক-৪

 প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এম.এস রিয়াদ, (বরগুনা) :

বরগুনায় ইয়াবা বহনকারী একটি অ্যাম্বুলেন্স ও চার ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এসময় ওই এম্বুলেন্স থেকে ৮০ পিস ইয়াবা জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে- সোমবার (৬ সেপ্টেম্বর) রাত পৌনে ৯ টার দিকে বরগুনার ২ নং গৌরিচন্না ইউনিয়নের নতুন বাস স্ট্যান্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। 

বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের একটি এ্যাম্বুলেন্সে ইয়াবা বহন করছিলো। এসময় এ্যাম্বুলেন্সটি (ঢাকা মেট্রো-ছ ৭১০১৬৬) জব্দ করা হয়। 

আটককৃতরা হলো- ২নং গৌরীচন্না ইউনিয়নের পুরাতন বাসষ্ট্যান্ড এলাকার সেরাজুল হকের ছেলে শহিদুল ইসলাম শুভ (২৬), একই এলাকার বাচ্চু খানের ছেলে আবদুল্লাহ খান (৪০), বরিশালের শের-ই বাংলা রোড এলাকার হানিফ কাজীর ছেলে কাজী জুয়েল(৩৫) এবং বরিশালের ওয়াপদা কলোনী এলাকার চিত্তরঞ্জন সরকারের ছেলে দিপক সরকার (২৫)।

এবিষয়ে বরগুনা পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিক বলেন- এডিশনাল এসপি (সদর সার্কেল) বেতাগী থেকে বরগুনা আসার পথে তার গাড়ীর সামনে প্রবীন হিতৈষী সংঘ জরা বিজ্ঞান প্রতিষ্ঠানের একটা এ্যাম্বুলেন্স দেখতে পায়। 

পিছনে পুলিশের গাড়ী দেখে এ্যাম্বুলেন্সটি দ্রুত লাকুরতলার নতুন বাসস্ট্যান্ডে প্রবেশ করে। এতে পুলিশের সন্দেহ হলে এ্যাম্বুলেন্সটির পিছু নিয়ে তল্লাশী করে ৮০ পিস ইয়াবা পাওয় যায়। পরে এম্বুলেন্স সহ চারজনকে আটক করে বরগুনা থানা পুলিশ। সম্ভবত এম্বুলেন্সটি ঢাকা থেকে আসতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছেন। হবে আটককৃতদের জিজ্ঞাসাবাদের পরে অন্যান্য তথ্য পাওয়া যাবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: