শিরোনাম

South east bank ad

বাগেরহাটে দেশীয় পাইপগানসহ আটক -১

 প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এস এম সামছুর রহমান, (বাগেরহাট) :

বাগেরহাটে দেশীয় পাইপগানসহ জিয়াদ গাজী (২০) নামের ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার ভোররাতে রামপাল উপজেলার কৈগরদাসকাঠি গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক জিয়াদ গাজী রামপাল উপজেলার কৈগরদাসকাঠি গ্রামের মোঃ মনসুর গাজীর ছেলে।

খুলনা র‌্যাব-৬ সুত্রে জানা গেছে, র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল বাগেরহাট জেলার রামপাল উপজেলায় মাদকদ্রব্য উদ্ধার ও সন্ত্রাসী গ্রেফতারের লক্ষ্যে অপারেশন ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কৈগরদাসকাঠি গ্রামে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য আভিযানিক দলটি কৈগরদাসকাঠি গ্রামের হান্নান শেখের বাড়ি অভিযান চালিয়ে জিয়াদ গাজীকে আটক করে।

এ সময় তার কাছ থেকে ১টি ১২ বোর দেশীয় একনলা পাইপ গান, ০১টি কার্তুজ, ০১টি মোবাইল ফোন উদ্ধার করে। আটককৃত জিয়াদ গাজীর বিরুদ্ধে রামপাল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: