সাংসদের সাথে জামালপুর জেলা প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময়
শামীম আলম, (জামালপুর) :
জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেনের সাথে জামালপুর জেলা প্রেসক্লাবের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধ্যায় জামালপুর জেলা প্রেসক্লাব মিলনায়তনে এই মত বিনিময় সভার আয়োজন করা হয়।
প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন সিআইপি। এছাড়াও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শোয়েব হোসেন, দৈনিক আজকের জামালপুরের সম্পাদক ও প্রকাশক এম. এ. জলিল, দিনকালের সাংবাদিক মুকুল রানা, বাংলাদেশ অবজারভারের কামাল হোসেন, বাংলাদেশ টুডের এম সুলতান আলম, ইত্তেফাকের শাহ জামাল, বাংলাদেশ বেতার ও এসএটিভির ফজলে এলাহী মাকাম, মাইটিভি , দৈনিক বাংলাদেশের আলো ও বিডি ফিন্সিয়াল নিউজের জেলা প্রতিনিধি শামীম আলম, দীপ্ত টিভির তানভীর আহমেদ হীরা, নিউজ টুয়েন্টিফোর টিভির তানভীর আজাদ মামুন, বিজয় টিভির জুয়েল রানা, এনটিভির আসমাউল আসিফ, বাংলা টিভির কাওসার আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন। মত বিনিময় সভাটি সঞ্চালনা করেন ডিবিসি নিউজ ও বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক শুভ্র মেহেদী।
এ সময় বক্তারা বলেন, জনপ্রতিনিধি ও সাংবাদিক গণমানুষের উন্নয়নে কাজ করে। জনপ্রতিনিধিদের কর্মকান্ড যেমন সাংবাদিকরা গণমাধ্যমে তুলে ধরেন, তেমনি সাধারণ মানুষের চাওয়া-পাওয়া, সমস্যা ও সম্ভাবনার কথাও জনপ্রতিনিধিদের সামনে তুলে ধরে। জনপ্রতিনিধি ও গণমাধ্যকর্মীদের তাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের উপর গুরুত্বারোপ করেন বক্তারা।