শিরোনাম

South east bank ad

যশোর জেলায় বিট পুলিশিং সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

 প্রকাশ: ৩০ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

"বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি"

রবিবার (২৯ আগস্ট) বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের সামনে কোতয়ালী মডেল থানার ২৪নং বিট অফিসারের আয়োজনে মাদক, জঙ্গী, চুরি, ছিনতাই, চাঁদাবাজি, নারী নির্যাতন সহ সাম্প্রতিক সময়ের আলোচিত কিশোর গ্যাং প্রতিরোধে বিট পুলিশিং সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার “ক” সার্কেল মোহাম্মদ বেলাল হোসাইন।

অতিঃ পুলিশ সুপার বেলাল হোসাইন বলেন, পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বাংলাদেশ পুলিশের মাননীয় ইন্সপেক্টর জেনারেল মহোদয় বিট পুলিশিং সেবা চালু করেছেন। যার ফলে পুলিশ ও জনগণের মধ্যে আরো বেশি সুসম্পর্ক গড়ে উঠেছে। এই বিট পুলিশ দ্বারা প্রত্যন্ত এলাকা গুলোতেও পুলিশি সেবা অতি দ্রুত সময়ের মধ্যে পৌঁছে গিয়েছে।

তিনি আরো বলেন, "বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি" এই স্লোগানকে বাস্তবায়ন করতে প্রতিটি বিটে নিয়োজিত অফিসারগণ কাজ করে যাচ্ছেন। তারা প্রতিনিয়ত নিজ নিজ বিট এলাকার খোঁজ-খবর নিচ্ছেন এবং বিভিন্ন প্রকার সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছেন।

তিনি বলেন, আপনার পুলিশ আপনার দোরগোড়ায়, তাদেরকে তথ্য দিন এবং আপনি ও আপনার এলাকাটি নিরাপদ থাকুন। একই সাথে তিনি উপস্থিত সকলকে নিজ নিজ এলাকাটি মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং মুক্ত করতে জেলা পুলিশ কে তথ্য দিয়ে সহায়তা প্রদান করারও আহবান জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন যশোর কোতয়ালী মডেল থানা অফিসার ইনচাজ মোঃ তাজুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় সর্বসাধারণ, বিট অফিসার সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: