ফুলবাড়িয়ায় অর্ধগলিত লাশের সন্ধান চায় পুলিশ
মো: আব্দুস ছাত্তার, (ফুলবাড়িয়া) :
ময়মনসিংহের ফুলবাড়িয়া থানায় অর্ধগলিত অজ্ঞাত যুবকের লাশের সন্ধান চায় ফুলবাড়িয়া থানা পুলিশের পক্ষে এসআই জ্যোতিষ চন্দ্র দেব, মোবাইল ০১৭৪৬-০৭৭৯৬৪।
শনিবার বেলা ১১টার দিকে স্থানীয়দের খবরে ফুলবাড়িয়া থানা পুলিশ উপজেলার বালিয়ান ইউনিয়নের শিমুলতলী-নয়ানবাড়ী কাঁচা রাস্তার পাশ হতে প্রায় অর্ধ গলিত অজ্ঞাত যুবকের (২৫) লাশ উদ্ধার করা হয়। যুবকের গায়ের টি শার্টে লাল ও সবুজ রংয়ের লেখা আল্লাহ আমার রব এই রবই আমার সব। তার পরণে লঙ্গি ছিল।
ইতিপূর্বে একই রাস্তার ইউ ড্রেইনের নিচ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছিল পুলিশ।