কীর্তনখোলা নদীতে পড়ে দশম শ্রেণির ছাত্র নিখোঁজ
এম.মিরাজ হোসাইন, (বরিশাল) :
বরিশালের কীর্তনখোলা নদীতে বন্ধুদের সঙ্গে নৌ-ভ্রমণে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ হয়েছে বরিশাল জিলা স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ফাহাদ হাসান (১৭)। গতকাল শুক্রবার সন্ধ্যায় বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হয়। সর্বশেষ রাত ৮ টা পর্যন্ত ফাহাদকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার উপ পরিদর্শক ফজলুল। তিনি জানান, সন্ধ্যা ৬ টার কিছু আগে ৯৯৯ নম্বর থেকে কল পেয়ে আমরা ঘটনাস্থলে আসি এবং ফায়ার সার্ভিসকে পুরো বিষয়টি জানাই। ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা এসে ঐ ছাত্রকে খুঁজতে নদীতে অভিযান চালাচ্ছে।
নিখোঁজ ফাহাদ হাসান নগরীর ব্রাউন কম্পাউন্ড এলাকার মাহাবুুব হোসেনের পুত্র এবং জিলা স্কুলের বিজ্ঞান বিভাগ থেকে চলতি বছর মাধ্যমিক (এসএসসি) পরীক্ষার্থী ছিলেন।
ভ্রমনে বের হওয়া ফাহাদের বন্ধু জাভেদ করীম বলেন, নগরীর ডিসি খেয়াঘাট থেকে আমরা ১১ বন্ধু মিলে ত্রিশ গোডাউন যাওয়ার জন্য একটি ট্রলার ভাড়া করে রওয়ানা দেই। ঘাট ছেড়ে মাঝ নদীতে আসার পরে হঠাৎ করে ফাহাদ মাথা ঘুরিয়ে নদীতে পড়ে যায়। তখনই আমরা ৯৯৯ নম্বরে কল করি।