বাগেরহাটে নিখোঁজের একদিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার
এস এম সামছুর রহমান, (বাগেরহাট) :
বাগেরহাটের রামপালে নিখোঁজের একদিন পর মাছের ঘের থেকে গৌর পাল (৭১) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে রামপাল উপজেলার গিলাতলা গ্রামের পশ্চিমপাড়ার এলাকার একটি ঘের থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল তার মরদেহ উদ্ধার করে। নিহত গৌর পাল গিলাতলা পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে গরুর ঘাস কাটতে পাশ্ববর্তি বিলে গিয়ে আর ফিরে আসেননি বৃদ্ধ গৌর পাল। বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তার খোঁজ করতে করতে ওই বিলের একটি ঘেরে ঘাস বোঝাই বস্তা দেখতে পায়। পরে ওই বৃদ্ধকে কোথাও না পেয়ে পানিতে ডুবে যাওয়ার সন্দেহে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। শুক্রবার দুপুরে খুলনা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় এক ঘণ্টা চেষ্টার পর পানির নিচ থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন জানান, মরদেহের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ঘাস নিয়ে ফেরার পথে পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থাকায় সৎকারের জন্য মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।