ফাঁসিতে ঝুলে নারীর আত্মহত্যা
আব্দুর রহমান, (নেত্রকোণা) :
ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দেওয়ায় নেত্রকোণার পূর্বধলায় গতকাল বৃহস্পতিবার রাত ১১টায় ফাঁসিতে ঝুলে পপি আক্তার (২৪) নামে এক মহিলা আত্মহত্যা করেছে। উপজেলার পূর্বধলা সদর ইউনিয়নের বাঘবেড় গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের শামসুদ্দিন খাঁ'র মেয়ে।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, পপি আক্তার কয়েক মাস আগে সরিষাবাড়ীর জনৈক ব্যক্তির সাথে প্রেমে আবদ্ধ হয়ে বিবাহবন্ধনে হয়। যা পপি আক্তার এর বাবা এবং ভাই মেনে নেয় নি। তাই মেয়েকে মারধর করে ওই ছেলেকে তালাক দেয়। তালাকের পর ময়মনসিংহের তালতলা গ্রামের মোস্তাাফিজুর রহমানের সাথে পারিবারিক ভাবে পপি’কে বিয়ে দেয়। গতরাতে নতুন জামাই মেয়ের বাড়িতে আসবে শুনে মেয়েটি কাউকে না জানিয়ে তাদের বসত ঘরের পাশে রান্নাঘরে আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি, লাশ সুরতহাল করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।