রাবিতে ফ্যাক্টচেকিং বিষয়ক কর্মশালা
আমজাদ হোসেন শিমুল, (রাজশাহী ব্যুরো) :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ফ্যাক্টচেকিং অ্যান্ড গুড জার্নালিজম বিষয়ক কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং উন্নয়ন সংস্থা ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্স ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) এর যৌথ উদ্যোগে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুসতাক আহমেদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন, এমআরডিআই এর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান। কর্মশালায় সাংবাদিকতায় ফ্যাক্টচেকিং এর গুরুত্ব, প্রভাব, ফ্যাক্টচেকিং এর বিভিন্ন টুলস, সফটওয়্যার ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা করেন ফ্যাক্টচেকার কাদরুদ্দিন শিশির। পরে সাংবাদিকতা বিভাগের কারিকুলামে ফ্যাক্টচেকিং বিষয়টি অন্তর্ভুক্তিকরণ বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সেখানে বক্তব্য দেন, বিভাগের শিক্ষকদের মধ্যে খাদেমুল ইসলাম, মশিহুর রহমান, প্রদীপ কুমার পাণ্ডে, তানভীর আহমেদ, শাতিল সিরাজ, কাজী মামুন হায়দার, সাজ্জাদ বকুল, এবিএম সাইফুল ইসলাম, মামুন আ.কাইউম । তাঁরা বর্তমান তথ্যপ্রযুক্তির অবাধ ব্যবহার এবং সামাজিক গণমাধ্যমে উদ্দেশ্য মূলক ভুয়া সংবাদ ছড়ানোকে ‘নতুন শঙ্কার’ বিষয় হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, সাংবাদিকদের গুজব, ভুয়া সংবাদ, মিথ্যা ছবির ব্যবহার প্রতিরোধ বিষয়ক জ্ঞান অর্জনের বিকল্প নেই।
সভায় বিভাগের শিক্ষকরা বিদ্যমান বাস্তবতায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একাডেমিক কারিকুলামে ফ্যাক্টচেকিং বিষয়টি কারিকুলামে অন্তর্ভুক্তের বিষয়ে একমত হন। এমআরডিআই বিভাগের ফ্যাক্টচেকিং বিষয়ক কারিকুলামে প্রয়োজনীয় কারিগরী সহযোগিতা প্রদানেরও আশ্বাস প্রদান করে।