বাকৃবির শিক্ষক ফোরাম মমেক হাসাপাতালে দিয়েছে অক্সিজেন সিলিন্ডার
এইচ এম জোবায়ের হোসাইন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মুক্তিযুদ্ধের পক্ষের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরামের উদ্যাগে কোভিড-১৯ আক্রান্তরোগীর চিকিৎসার সহযোগিতায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জন্য ১০টি অক্সিজেন সিলিন্ডার ২৩ আগষ্ট সোমবার সকাল ১০টায়সিলিন্ডার হস্তান্তর করেন। হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডাঃ মোঃ ফজলুল কবির এসব অক্সিজেন সিলিন্ডার গ্রহন করেন।
অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাকৃবিছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড.এ.কে.এম. জাকির হোসেন, গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর ড. এ.এস.মাহফুজুল বারী, গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সাধারন সস্পাদক ড.মোঃ আবদুস সালাম, বাউরেসের পরিচালক প্রফেসর ড. আবু হাদী নুর আলী খান, শিক্ষক সমিতির সাধারন সস্পাদক ড. সুবাস চন্দ্র দাস, প্রফেসর ড. ফাতেমা হক শিখা, গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সাবেক সাধারন সস্পাদক প্রফেসর ড. মাহফুজুল হক, সহযোগী প্রফেসর ড. মোঃ শফিকুল ইসলাম ও সহযোগী প্রফেসর ড.চয়ন গোস্বামী। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের নিকট অক্রিজেন সিলিন্ডার হস্তান্তর করেন।