অগ্নিকান্ডে ৬টি ঘর পুড়ে ছাই
আরাফাত হাসান, (মাদারীপুর) :
মাদারীপুরের কালকিনিতে অগ্নিকান্ডে ৬টি ঘর ও দুইটি ছাগল পুড়ে গেছে। এসময় আগুনে পুড়ে এক মহিলা আহত হয়েছে। তাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রোববার বিকালে এ ঘটনা ঘটে। তবে রান্না ঘর থেকে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটেছে বলে ভুক্তভোগী পরিবার জানায়।
সরেজমিন ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানাগেছে, উপজেলার এনায়েতনগর এলাকার উত্তর মাঝারিকান্দি গ্রামের মোহাম্মদ কল্লার ভুমিহীন ছেলে
আয়নাল কল্লার দুইটি ছাগল, একটি রান্নঘর, লালমিয়ার একটি বসতঘর, রাজিবের একটি বসতঘর, একটি গোয়ালঘর, একটি লাকরির ঘর ও একটি রান্নাঘরে আগুন লাগে। পরে স্থানীয় লোকজন এসে প্রানপন চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।
এ সময় আয়ানল কল্লার স্ত্রী গুরুতর আহত হয়েছে। এতে করে আগুনে পুড়ে প্রায় দুই লাখ টাকার ক্ষতিসাধন হয়ে বলে জানা যায়।