শিরোনাম

South east bank ad

bdfinancialnews24-6c6259.ingress-earth.easywp.com-এ সংবাদ প্রকাশের পর সেই শংকরী গুহ কে প্রশাসনের সহায়তা

 প্রকাশ: ২২ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এস এম রফিক, (দুর্গাপুর) :

নেত্রকোণার দুর্গাপুরে বিশবছর ধরে শিকলবন্ধী মানসিক ভারসাম্যহীন শংকরী গুহ’র মানবিক খবরটি bdfinancialnews24-6c6259.ingress-earth.easywp.com সহ কয়েকটি পত্রিকায় প্রকাশ হওয়ায় আর্থিক সহায়তা নিয়ে তার বাড়িতে হাজির হলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজীব-উল-আহসান।

বিকেলে পৌরসদরের ৪নং ওয়ার্ড আমলাপাড়া মৃত শম্ভুলাল গুহের পুত্র জীবন গুহের কাছে এই সহায়তা প্রদান করা হয়।

সূত্রে জানা যায়, আর্থিক সহায়তার মধ্যে ছিল ঘর বাঁধার জন্য ২ বান্ডেল ঢেউটিন ও ৬ হাজার টাকা, শংকরীর চিকিৎসার জন্য নগদ ৫ হাজার টাকা এবং ১০০ কেজি চাল দেয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিক্যাল অফিসার ডা.তানজিরুল ইসলাম রায়হান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন, প্রেসক্লাব সভাপিত এস.এম রফিকুল ইসলাম রফিক, ৭১ টিভির প্রতিনিধি রিফাত আহাম্মদ রাসেল প্রমূখ।

উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) রাজীব-উল-আহসান জানান, মানসিক ভারসাম্যহীন শংকরী গুহ’র মানবিক সহায়তা সামগ্রী দেয়া হয়েছে। ঘর নির্মাণ হলে পরবর্ততে তার জন্য চৌকি, বেডসীট, লেপ-তোশক সহ যাবতীয় প্রয়োজনীয় জিনিস উপজেলা প্রসাশনের পক্ষ থেকে দেওয়া হবে। এ সকল মানবিক খবর প্রকাশের জন্য স্থানীয় সংবাদকর্মীদের ধন্যবাদ জানান তিনি।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: