ময়মনসিংহে করোনা ইউনিটে আরও ১৪জনের মৃত্যু
এইচ এম জোবায়ের হোসাইন
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৮জন করোনায় এবং ৬ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মমেকহা’য় করোনা রোগী ভর্তি ২৪৭জন। গতকাল মারা গিয়েছিল ১৩জন। এছাড়া বেসরকারি কমিউনিটি বেজড মেডিক্যাল কলেজ হাসপাতাল বাংলাদেশ (সিবিএমসিবি) করোনা ইউনিটে ভর্তি মোট ১৬জন রোগী চিকিৎসাধীন।
শনিবার (২১ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন জানান, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে করোনায় মারা যাওয়া ৫জনের মধ্যে ময়মনসিংহের ৬ ও জামালপুর ও শেরপুরের ১জন রয়েছেন।
তারা হলেন- ময়মনসিংহ সদরের বদিউজ্জামান (৭৫), মনসুর আলি (৪৮), এ কে শামসুল হক (৭০), ত্রিশালের আসমা (৪০), মুক্তাগাছার হাবিবুর রহমান সেলিম ( ৫৫), ভালুকার নার্গিস (৬৫) শেরপুর নালিতাবাড়ির সুরুজ্জামান (৮০) ও জামালপুর সদরের নুরজাহান (৬৫)।
এ ছাড়া ওই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ৬জনের মধ্যে ময়মনসিংহের ৩জন, নেত্রকোণার ৩জন রয়েছেন।
তারা হলেন- ময়মনসিংহ সদরের ফাতেমা (৭০), ফুলবাড়িয়ার আব্দুর রাজ্জাক (৭০), হালুয়াঘাটের আব্দুল হালিম (৬০), নেত্রকোনা পুর্বধলার সাবিত্রি রায় (৬০), নেত্রকোনা সদরের সেলিনা (৬০) ও সেলিনা (৪৫)।
ডা. মহিউদ্দিন খান মুন আরও জানান, করোনা ইউনিটে বর্তমানে ২৪৭ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ২২ রোগী। নতুন সনাক্ত ৮৮ ও ভর্তি হয়েছেন ২৩ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৪ জন। ওয়ান স্টপ ফ্লু কর্নারে গত ২৪ ঘন্টায় মোট সেবা নিয়েছেন ৫২ জন ও ০৭ জন টেলিমেডিসিন সেবা নিয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ জেলায় ৪৪৮ নমুনা পরীক্ষা করে ৬৯ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ১৫.৪০ শতাংশ এবং এর আগেরদিন ২০আগষ্ট ছিল ১৪.৩৪ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।
কমিউনিটি বেজড মেডিক্যাল কলেজ হাসপাতাল বাংলাদেশ (সিবিএমসিবি) করোনা ইউনিটের মুখপাত্র ডাঃ খায়রুল ইসলাম সিজার জানান, ২১আগষ্ট সকাল ৮টা পর্যন্ত সিবিএমসিবি করোনা ইউনিটে ভর্তি রোগী করোনায় ৬জন ও উপসর্গ নিয়ে ১০জনসহ মোট ১৬জন। নতুন ভর্তি হয়েছে ১জন এবং সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১জন।