শিরোনাম

South east bank ad

ময়মনসিংহে করোনা ইউনিটে একদিনে আরও ১০ জনের মৃত্যু

 প্রকাশ: ১৮ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এইচ এম জোবায়ের হোসাইন

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৪জন করোনায় এবং ৬উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মমেকহা’য় করোনা রোগী ভর্তি ৩০৪জন। গতকাল মারা গিয়েছিল ১৬জন। এছাড়া বেসরকারি কমিউনিটি বেজড মেডিক্যাল কলেজ হাসপাতাল বাংলাদেশ (সিবিএমসিবি করোনা ইউনিটে ভর্তি মোট ২৪জন রোগী চিকিৎসাধীন।

বুধবার (১৮ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন জানান, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে করোনায় মারা যাওয়া ৪জনের মধ্যে ময়মনসিংহের ২জন, জামালপুর ও নেত্রকোনার ১জন রয়েছেন।

তারা হলেন- ময়মনসিংহ মুক্তাগাছার প্রমথ চন্দ্র দাস (৭১), নান্দাইলের আমেনা (৮৫), জামালপুর সরিষাবাড়ির সাজেদা (৪৫), নেত্রকোনা কেন্দুয়ার দুখু মিঞা (৮০)।

এ ছাড়া ওই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ৬জনের মধ্যে ময়মনসিংহের ৪জন, নেত্রকোণার সুনামগঞ্জের ১জন রয়েছেন।

তারা হলেন- ময়মনসসিংহ সদরের হাসিনা (৬০), ত্রিশালের ইব্রাহিম (৭০), ধোবাউরার জসিমউদ্দিন (৫৫), গফরগাঁওয়ের ইব্রাহিম (৭৫), নেত্রকোনা মোহনগঞ্জের তহুরা (৫০), সুনামগঞ্জ জামালগঞ্জের রইসুদ্দিন (৬০)।

ডা. মহিউদ্দিন খান মুন আরও জানান, করোনা ইউনিটে বর্তমানে ৩০৪ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ২২ রোগী। নতুন সনাক্ত ১৯৮ ও ভর্তি হয়েছেন ৩৪ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৪ জন। ওয়ান স্টপ ফ্লু কর্নারে গত ২৪ ঘন্টায় মোট সেবা নিয়েছেন ১০৮ জন ও ১৫ জন টেলিমেডিসিন সেবা নিয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ জেলায় ১০৬১ নমুনা পরীক্ষা করে ২০৩ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ১৯.১৩ শতাংশ এবং এর আগেরদিন ১৭আগষ্ট ছিল ১৮.৪০ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।

কমিউনিটি বেজড মেডিক্যাল কলেজ হাসপাতাল বাংলাদেশ (সিবিএমসিবি) করোনা ইউনিটের মুখপাত্র ডাঃ খায়রুল ইসলাম সিজার জানান, ১৮আগষ্ট সকাল ৮টা পর্যন্ত সিবিএমসিবি করোনা ইউনিটে ভর্তি রোগী করোনায় ৯জন ও উপসর্গ নিয়ে ১৫জনসহ মোট ২৪জন। নতুন ভর্তি হয়েছে ৯জন এবং সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৫জন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: