আটোয়ারীতে শিক্ষা অফিস ও বাসভবনের ভিত্তি প্রস্তর স্থাপন
মাসুদ রানা, (আটোয়ারী) :
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা শিক্ষা অফিসের নব নির্মিত সম্প্রসারিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৭ আগষ্ট) সকালে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম উদ্বোধন ঘোষনা করেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ শামসুজ্জামান, জেলা পরিষদ সদস্য মোঃ মাজেদুর রহমান বকুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, উপজেলা প্রকৌশলী মোঃ জাকিউল আলম, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ছাইফুল আলম, সহকারী শিক্ষা অফিসার জ্যোতিস্ময় রায়, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ তৈমুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
অপরদিকে উপজেলা নির্বাহী অফিসারের নতুন বাসভবনের ভিত্তি প্রস্তরের ফলক মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে উন্মোচন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম।
এলজিইডি’র বাস্তবায়নে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য এ ভবনের নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান, জেলা পরিষদ সদস্য মোঃ মাজেদুর রহমান বকুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, উপজেলা প্রকৌশলী মোঃ জাকিউল আলম, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন প্রমুখ।