শিরোনাম

South east bank ad

এসিআই পিওর সল্ট অনন্য মেধাবী

 প্রকাশ: ১০ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এসিআই পিওর সল্ট বরবারই দেশের শিশু-কিশোরদের মেধা ও মনন বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এসিআই পিওর সল্ট ‘অনন্য মেধাবী ক্যাম্পেইন’ তেমনই একটি প্রচেষ্টা, যার মধ্য দিয়ে খুঁজে বের করা হচ্ছে দেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা অসংখ্য মেধাবীদের আর স্বীকৃতি দেওয়া হচ্ছে তাদের প্রতিভাকে।

সিরাজগঞ্জের শাহজাদপুর গ্রামের সরকারি মডেল স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র আবির আবেদিন খান তেমনই এক মেধাবী। মাত্র ১৪ বছর বয়সে অনন্য মেধা ও অদম্য সাহসের জোরে তৈরি করেছে একটি সার্চ ইঞ্জিন, যার নাম সার্চ বিডি ডট নেট (searchbd.net)। তার এই অসাধারণ আবিষ্কারের জন্য এসিআই পিওর সল্ট তাকে দিচ্ছে ‘অনন্য মেধাবী’ সম্মাননা। এসিআই পিওর সল্ট বিশ্বাস করে, এই মেধাবীরাই সমৃদ্ধ ও আধুনিক বাংলাদেশের পথপ্রদর্শক।

এই ক্যাম্পেইনের মাধ্যমে শুধু আবিরই নয়, দেশের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য মেধাবীকে উজ্জীবিত করাই ‘এসিআই পিওর সল্ট অনন্য মেধাবী’ ক্যাম্পেইনের মূল লক্ষ্য।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: