শিরোনাম

South east bank ad

দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিশু সাগর, প্রয়োজন সহয়তা

 প্রকাশ: ০৮ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

ফরিদুল ইসলাম রঞ্জু, (ঠাকুরগাঁও) :

মাত্র ২৫ মাস বয়সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিশু সাগর। এই বয়সে যে শিশুর কথা বলা হাটিহাটি পা করে চলার কথা সে কিনা কঠিন অসুখে ভুগে মৃত্যুর দিন গুনছে।

জানাগেছে, ঠাকুরগাঁও রানীশংকৈল উপজেলার মিরডাঙ্গী পাইকারি বস্তির বিপ্লব আলীর(গলি) শিশু সন্তান জুনাইদ ইসলাম সাগর। ছোট্ট এই শিশুটি অনেকদিন যাবত কিডনিজনিত সমস্যায় ভুগছে।এদিকে প্রসাবের রাস্তায় ইনফেকশন, রক্তে ভাইরাস ও এলার্জী রোগে আক্রান্ত। দিনাজপুরে চিকিৎসা করে আশানুরূপ ফলাফল পাওয়া যায়নি। এক বছর যাবত রংপুরে চিকিৎসাধীন।

বর্তমানে শিশুটির অস্বাভাবিক ভাবে সমস্ত শরীর ফুলে গেছে। শিশুটির বাবা ভাটার ট্রাক্টরের শ্রমিক হিসেবে কাজ করেন। লকডাউন কর্ম না থাকা ও শিশুটির পরিবার গরিব ও অসহায় হওয়ায় বর্তমানে আর্থিক সংকটে চিকিৎসা করাতে পারছে না ।

তাই শিশুটির পরিবার সমাজের বিত্তবান ও স্বচ্ছল ব্যাক্তিদের দৃষ্টি আকর্ষণ করেছেন। একটু একটু করে সাহায্য বাঁচিয়ে দিতে পারে শিশুটির প্রাণ।

শিশুটির চিকিৎসায় সাহায্য পাঠাতে চাইলে যোগাযোগ করুন: বিকাশ/নগদ ও রকেট নাম্বার: 01717200223 (আলতাফুর রহমান)।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: