বিডিফিন্যান্সিয়াল নিয়ে যা বললেন মুক্তিযোদ্ধা আফজাল হোসেন
আব্দুল্লাহ হেল বাকী, (নওগাঁ) :
৭৫ বছর অতিক্রম করলেও এখনো খালি চোখে নিয়মিত বিডিফিন্যান্সিয়াল নিউজ২৪.কম অনলাইন পড়েন নওগাঁর ধামইরহাট পৌরসভার সবচেয়ে বয়স্ক নাগরিক মুক্তিযোদ্ধা আফজাল হোসেন। ৭৫ বছর বয়স অতিক্রম করার পরও তিনি এখনো সুস্থ, সবল এবং শারীরিকভাবে সক্ষম। তিনি জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ডাকে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন মুক্তিযোদ্ধা। নওগাঁর ধামইরহাট পৌরসভাধীন প্রবীণ ব্যক্তিত্ব, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সাদা মনের মানুষ হিসাবে পরিচিত মুক্তিযোদ্ধা আফজাল হোসেন।
আফজাল হোসেন ১৯৪৬ সালে নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার চকযদু (কাশিয়াডাঙ্গা) গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মৃত ফারাজ উদ্দিন মন্ডল। আফজাল হোসেন নওগাঁর করনেশান হাই স্কুল (বর্তমানে নওগাঁ জেলা হাই স্কুল) থেকে ১৯৬৩ সালে এসএসসি, নওগাঁর বিএমসি কলেজ থেকে ১৯৬৫ সালে আইএসসি এবং নওগাঁ ডিগ্রী কলেজ থেকে ১৯৬৯ সালে বিএসসি পাশ করেন। কিন্তু এলাকার মানুষের সেবা করার কথা চিন্তা করে তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা পেশায় জড়িয়ে পড়েন। তিনি মাতৃভুমির স্বাধীনতার জন্যে ছুটে যান মুক্তিযুদ্ধে। তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
মুক্তিযোদ্ধা আফজাল হোসেন জানান, বর্তমানে দেশে অনেক অনলাইন ও সংবাদপত্র বের হলেও তার প্রিয় অনলাইন বিডিফিন্যান্সিয়াল নিউজ২৪.কম। একদিন অনলাইন বিডিফিন্যান্সিয়াল নিউজ২৪.কম না দেখলে দিনের সবকিছুই অপুর্ণ থেকে যায় তার। তাইতো অনলাইন বিডিফিন্যান্সিয়াল নিউজ২৪.কম এতদিন ধরেই তাঁর জীবনের সাথী হয়ে আছে। এখনো খালি চোখে অনলাইন বিডিফিন্যান্সিয়াল নিউজ২৪.কম দেথতে পারেন বলে মহান আল্লাহ কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলায় অনলাইন বিডিফিন্যান্সিয়াল নিউজ২৪.কম অনন্য অবদান রাখায় সম্পাদক মোঃ ইউছুফ হোসেন ও প্রকাশক নীলিমা চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। তিনি ছেলে মেয়ে, জামাতা, বৌমাসহ সবার ভালোবাসা নিয়ে শিক্ষকতার অবসরের পর সমাজ সেবাই অবদান রেখে চলেছেন।