দেশে ফিরিয়ে এনে বঙ্গবন্ধুর পলাতক খুনিদের রায় কার্যকর করা হবে: আইনমন্ত্রী
বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, বঙ্গবন্ধুর বাকি খুনিরা যারা পলাতক আছে, যতই সময় লাগুক, তাদেরকে দেশে ফিরিয়ে এনে অবশ্যই রায় কার্যকর করব।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন। শুক্রবার (৬ আগস্ট) সকালে আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগদান করেন আইনমন্ত্রী।
আনিসুল হক আরো বলেন, আমি শুধু এটুকু বলে রাখতে চাই, আমরা বঙ্গবন্ধুর খুনিদের সম্পর্কে জানি, তারা কে কোথায় আছে। আমরা তাদেরকে ধরে আনব এবং সেই চেষ্টা অব্যাহত আছে।
আইনমন্ত্রী বলেন, দেশে করোনা মহামারি চলছে। এ সময়ে উপজেলায় কোনো জনসমাগম ঘটিয়ে কাঙালি ভোজ না করে অসহায় হতদরিদ্র এক হাজার সেলুন ও চা-দোকানিকে খাদ্য সামগ্রী উপহার পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদীন প্রস্তুতি সভার সভাপতিত্ব করেন। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আবুল কাশেম ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা আক্তার, পৌর মেয়র ও যুবলীগের আহ্বায়ক তাকজিল খলিফা কাজল প্রমুখ উপস্থিত ছিলেন।