শিরোনাম

South east bank ad

ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ হাওর থেকে উদ্ধার

 প্রকাশ: ০৫ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মশিউর রহমান কাউসার, (গৌরীপুর) :

নিখোঁজের ৪ দিন পর ময়মনসিংহের গৌরীপুরের ধান ব্যবসায়ী আব্দুল মজিদের (৫০) বস্তাবন্দি মরদেহ নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি থানার লিপসা হাওর থেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ আগষ্ট) সকালে খালিয়াজুড়ির লিপসা ফাঁড়ির পুলিশ এ মরদেহ উদ্ধার করে। সোমবার রাত ৮ টার থেকে খালিয়াজুড়ি এলাকা থেকে তিনি নিখোঁজ ছিলেন। নিহত ব্যক্তির বাড়ি গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের দাড়িয়াপুর গ্রামে।

গৌরীপুরের স্থানীয় ধান ব্যবসায়ী এমাদাদুল হক জানান, সোমবার ধান কেনার জন্য আব্দুল মজিদ নগদ ৩ লাখ ৬০ হাজার টাকা সঙ্গে নিয়ে হ্যান্ডট্রলিযোগে খালিয়াজুড়ি থানার আড়ারকান্দি গ্রামের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে মদন উপজেলার উচিতপুর এলাকায় হ্যান্ডট্রলি রেখে খালিয়াজুড়ি থানার আড়ারকান্দি গ্রামে ট্রলারে করে যান তিনি। ট্রলার থেকে নামার পর রাত ৮টায় আব্দুল মজিদের সঙ্গে তার পরিবারের মুঠোফোনে সর্বশেষ কথা হয়। এরপর থেকে তার মোবাইল ফোনের সংযোগ বন্ধ পাওয়া যায়। এদিকে তার কোন সন্ধান না পেয়ে নিখোঁজের ঘটনায় বুধবার খালিয়াজুড়ি থানায় পরিবারের পক্ষে একটি জিডি করা হয়। অবশেষে লিপসা হাওড় থেকে বস্তাবন্দি অবস্থায় আব্দুল মজিদের মরদেহ উদ্ধার করে লিপসা ফাঁড়ির পুলিশ।

এ বিষয়ে লিপসা পুলিশ ফাঁড়ির তদন্তকারী কর্মকর্তা এসআই হানিফ উদ্দিন জানান, নিখোঁজের পর থেকেই উল্লেখিত ব্যক্তির সন্ধানের জন্য পুলিশ তৎপর ছিলো। বৃহস্পতিবার সকালে লিপসা হাওড়ে বস্তাবন্দি অবস্থায় তার মরদেহের সন্ধ্যান পাওয়া যায়। ময়নাতদন্তের পর আব্দুল মজিদের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, আব্দুল মজিদের নিখোঁজের ঘটনাটি তার ব্যবসায়ী বন্ধু মৌখিকভাবে জানিয়েছিলেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: