করোনায় মারা গেলেন উপজেলা আ.লীগের সম্পাদক শফিউদ্দিন
খন্দকার রবিউল ইসলাম, (রাজবাড়ী) :
রাজবাড়ীর পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিভিল সার্জন ডাঃ এ এফ এম শফিউদ্দিন পাতা করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন
৩ আগষ্ট দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।
তিনি কর্মময় জীবনে পাংশা সরকারী হাসপাতালের স্ব্যাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িক্ত পালন করেছেন, বরিশাল জেলা সিভিল সার্জন হিসেবে সরকারী কর্মরত থাকা অবস্থায অবসর গ্রহন করেন। রোটারী ক্লাব অফ পাংশার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তিনি বিভিন্ন রকম সামাজিক কর্মকান্ডের জন্য মাদার তেরেসা পুরুষ্কার পেয়েছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত পাংশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তাঁর পৈতিক বাড়ী রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নে।
তার মৃত্যতে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী ২আসনের সংসদ সদস্য, সহ সভাপিতি ও রাজবাড়ী ১আসনের সংসদ সদস্য কাজী কেরামমত আলী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী রাকিবুলহোসেনশান্তনু সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।
এছাড়াও রাজবাড়ী রোটারী ক্লাব অব রাজবাড়ী চন্দনার সাধারণ সম্পাদক ও রাজবাড়ী প্রেস ক্লাবের সভাপতি খান মোঃ জহুরুরল হক, রাজবাড়ী সিভিল সার্জন ডাঃ ইব্রাহিম টিটন, সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ দীপক কুমার, রাজবাড়ী প্রেস ক্লাবের সাধারন সম্পাদক খন্দকার আব্দুল মতিন সহ বিভিন্ন শ্রেণী পেশার ডাক্তার পাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।