শিরোনাম

South east bank ad

পটুয়াখালীতে ভাইদের বিরোধে প্রাণ গেল নবজাতকের

 প্রকাশ: ০২ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

সুনান বিন মাহাবুব, (পটুয়াখালী) :

পটুয়াখালী সদর উপজেলাধীন মরিচবুনিয়া গ্রামে পল্লীবিদ্যুতের খুটি নিয়ে পক্ষের মারামারিতে ঝড়ে গেছে একটি নিষ্পাপ নবজাতকের প্রাণ। সরেজমিনে গিয়ে জানা যায়, মরিচবুনিয়া ইউনিয়নের মরিচবুনিয়া গ্রাম নিবাসী রব গাজী’র(৫৫) সাথে তারই ভাই সুলতান গাজী’র(৫৩) সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো। গত ১৬ জুলাই (শুক্রবার) বিকেলে রব গাজীর পরিবার এবং সুলতান গাজীর পরিবারের সদস্যদের মধ্যে পল্লী বিদ্যুতের খুটি বসানোকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয় এবং তা শেষ পর্যন্ত মারামারিতে রূপ নেয়।

উভয় পক্ষের ঝগড়ার এক পর্যায়ে সুলতান গাজীর ছেলে সেলিম গাজী রব গাজীর ছেলে রবিউল গাজীকে দা দিয়ে কোপ দেয় এবং তাতে রবিউল গাজীর মাথার সামনের অংশে মারাত্মক জখম হয়। এ সময় রবিউল গাজীর স্ত্রী পারভীন বেগম রবিউল গাজীকে রক্ষা করতে আসলে সুলতান গাজীর আরেক ছেলে খোকন গাজী (২৫) পারভীন বেগমের তলপেটে লাথি মারে। পারভীন বেগম অন্তঃসত্ত্বা হওয়ায় তার পেটের বাচ্চার মারাত্মক ক্ষতি হয়। এ অবস্থায় তাকে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং ১ আগষ্ট (রবিবার) রাতে তিনি একটি মৃত সন্তান প্রসব করেন।

এদিকে এ সংক্রান্তে ১৮ জুলাই (রবিবার) আঃ রব গাজী ৭ জনকে আসামী করে পটুয়াখালী বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৩ ধারা সহ কয়েকটি ধারায় একটি মামলা দায়ের করেন এবং মামলার ১নং আসামী সেলিম গাজীকে গ্রেফতার করেছে পুলিশ । মামলা নং-৭১৯/২০২১।

এ বিষয়ে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ আখতার মোর্শেদ বলেন, বাদী পক্ষ আমার নিকট এসেছিলো। শিঘ্রই মামলার বাকি আসামীদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: