শিরোনাম

South east bank ad

ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরও ২১ জনের মৃত্যু

 প্রকাশ: ০১ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এইচ এম জোবায়ের হোসাইন

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৯জন করোনায় এবং ১২জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

রবিবার (০১ আগষ্ট) পৌনে ১০টায় বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন বলেন, শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত ইউনিটে ৯জন করোনায় মারা গেছেন তন্মধ্যে ময়মনসিংহ জেলার ৬জন, টাঙ্গাইলের ২জন ও গাজীপুরের ১জন।এ ছাড়া ওই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে ১২জন মারা গেছেন তন্মধ্যে ময়মনসিংহ জেলার ১০জন ও জামালপুরের ২জন।

করোনায় ৯জন মারা গেছেন ময়মনসিংহ সদরের নুরজাহান বেগম (৬৫), মো আব্দুর রোউফ (৬৫), নাজমা (৭০), গোরীপুরের মতিউর (৭০), মুক্তাগাছার সালমা (৪২), ত্রিশালের সুলতান আহমেদ (৭২) এছাড়া টাংগাইল ঘাটাইলের মোশারফ হোসেন (৫২), মধূপুরের আব্দুল হামিদ (৫৫), গাজীপুর শ্রীপুরের খোদেজা বেগম(৫০)।

করোনার উপসর্গ নিয়ে ১২জন মারা গেছেন- ময়মনসিংহ সদরের নাজমা সুলতানা (৫০), হামিদা (৭০), শিরিন আক্তার (৫৫), মোবারক (৭০), মুক্তাগাছার নুরজাহান (৮০) ও মাহফুজুল হক (৬৯), হালুয়াঘাটের মোহাম্মদ আলি (৫৯) ও জহির (৩৩), নান্দাইলের আব্দুর জব্বার (৮০), ত্রিশালের লাভলি (৫৫), জামালপুর সদরের হাওয়া বেগম (৭০), দেওয়ানগঞ্জের জইনুদ্দীন (৩৩)।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ইউনিটে বর্তমানে ৫২৮ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২২ জন রোগী। নতুন সনাক্ত হয়েছেন ৩৩১জন, নতুন ভর্তি হয়েছেন ৯৪ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫০ জন এবং । ওয়ান স্টপ ফ্লু কর্ণারে গত ২৪ ঘন্টায় মোট সেবা নিয়েছেন ৪০৮ জন।

এদিকে ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় হাজার১১৩৬ নমুনা পরীক্ষা করে ৩১২ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ২৭ দশমিক ৪৬শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: